চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্মবিরতিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২ | ৬:১৫ অপরাহ্ণ

লাইসেন্সিং রুলের অপব্যাখা করে অনেক সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন না করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা। বুধবার (১৮ মে) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। তিনি জানান, সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। এর ফলে মঙ্গলবার (১৭ মে) রাত থেকে এসব সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ করতে পারছে না। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

তিনি আরও জানান, ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স লাইসেন্সিং রুলের অপব্যাখা দিয়ে নবায়ন করা হচ্ছে না। আমরা দ্রুত এর সমাধান চাই। কাস্টম হাউসে সীমাহীন দুর্নীতি চলে। অনেক সমস্যা আছে। তবে আপতত একটাই দাবি আমাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট