চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২ | ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি ৬৯৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার দুইজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে বিচারপ্রক্রিয়া শেষে পাঁচবছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন।

কারাদণ্ড প্রাপ্ত দুইজন হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার হোসেন আহম্মেদের ছেলে মো.শফি এবং একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আবছার উদ্দীন।

রায়ে দুই আসামিকে কারাদণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড থেকে ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার দুই বাসিন্দাকে গ্রেফতার করে র‌্যাব। পরে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়া দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট