চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চট্টগ্রামে যুবলীগের বর্ণাঢ্য র‌্যালি

বিজ্ঞপ্তি

১৭ মে, ২০২২ | ৮:৫০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ই মে) বিকেলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির  ঘোষিত কর্মসূচি হিসেবে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে নতুন স্টেশন- আমতল- জিপিওর মোড় – কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে এসে শহীদ কামাল উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন  আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম,বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক,মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মো.ওসমান, রঞ্জিত কুমার শীল, নুরুন্নবী পারভেজ, জামিল আহমেদ মিলন, এফ.এইচ. চৌধুরী বাদল, আখতারুজ্জামান ময়না, সাইফুর রহমান সোহেল, এস এম আতিকুর রহমান আতিক, লোকমান, মো. ইসমাইল, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ আহমেদ সুমন, সাজ্জাদ আলী জুয়েল, কাজী আরিফ, সরওয়ার হোসেন, ফরহাদ আবদুল্লাহ, এমরান হোসাইন, যুবায়ের হোসেন অভি, সাইফুল হাবিব,মনির হোসেন টিটু, আবু নাছের জুয়েল, মনিরুল হক মনির, মো. আমিন, মারুফুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, ইয়াসিন আরাফাত, আরমান, মো. শোয়েব, ফারুক হোসেন সুমন, মাকসুদুর রহমান আবদুল মমিন রাজু, হোসেন আহমদ কিরন, মো. সোহেল রানা ও সালাউদ্দিন বাবর প্রমুখ।

র‌্যালী শেষে সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হতে যাচ্ছে; যা মোটেও সহজ কাজ নয়। এসব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সম্ভব হচ্ছে। যুবলীগ সবসময় শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট