চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২ | ৬:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মহিউদ্দিন খালেক খান নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মহিউদ্দিন খালেক খান থানায় মামলা দায়ের করেছেন। তিনি কর্ণফুলী সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন)।

আজ মঙ্গলবার (১৭ মে) তিনি এসব তথ্য জানান।

মহিউদ্দিন জানান, গত রবিবার ভোররাত তিনটার দিকে তার বাসার গ্রিল কেটে তিন–চারজন চোর ভেতরে ঢোকে। এ সময় বাসায় ছিলেন তিনি, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। চোর ঘরে ঢুকে আলমারি ভেঙে ফেলে। বাধা দিতে চাইলে মেরে ফেলার হুমকি দেয়। ঘর থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, ১টি ডায়মন্ডের আংটি, ২টি ডায়মন্ডের রিং, ৬৪ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

তিনি আরও জানান, তার বাসাটি দুই তলার। নিচতলায় বসার কক্ষ। ওপরে শোয়ার ঘর। চোরের দল নিচতলার গ্রিল কেটে বাসায় ঢোকে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, চুরির ঘটনায় তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট