চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শনাক্তের হার শতকরা শূন্য দশমিক ৬২ শতাংশ।

আজ মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১৬১ জনের নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত ব্যাক্তি নগরীর বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৪৬ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১০৭ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট