চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নৌকা প্রতীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন পেলেন ১৪ প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৪ মে, ২০২২ | ৬:৫৯ অপরাহ্ণ

সপ্তমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ জনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ড ১৪ প্রার্থীর নাম চূড়ান্ত করেন।

 

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয়ভাবে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন পুকুরিয়া ইউনিয়নের বোরহান উদ্দিন, সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা, খানখানাবাদ ইউনিয়নের জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নের শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের তাজুল ইসলাম, কাথারিয়া ইউনিয়নের ইবনে আমীন, বৈলছড়ি ইউনিয়নের কফিল উদ্দিন চৌধুরী, সরল ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী, শীলকূপ ইউনিয়নের কায়েস সরওয়ার সুমন, গন্ডামারা ইউনিয়নের জাহেদুল হক চৌধুরী মার্শাল, চাম্বল ইউনিয়নের মুজিবুল হক চৌধুরী, পুইছড়ি ইউনিয়নের জাকের হোসেন বাচ্চু, শেখের খীল ইউনিয়নের মো. ইয়াসিন তালুকদার, ছনুয়া ইউনিয়নের মুজিবর রহমান।

বাঁশখালী উপজেলার আগামী ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান, ১৪ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা, যাতায়াত সুযোগ সুবিধা সব কিছু মাথায় রেখে কাজ চলমান রয়েছে।

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট