চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এবার রোহিঙ্গা ক্যাম্পে তেল মজুদ, গ্রেপ্তার ২

উখিয়া সংবাদদাতা

১৪ মে, ২০২২ | ৭:২০ অপরাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে সয়াবিন তেল, চাল, ডাল ও চিনি মজুদ করায় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান-১৪ (এপিবিএন)। গ্রেপ্তাররা হলেন- ৪ নম্বর ক্যাম্পের ফজল আহমেদের ছেলে নূর আহমেদ (৫২) ও রহিমুল্লাহর ছেলে রহমতুল্লাহ (৪০)।

শুক্রবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ৪ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৪০ লিটার সয়াবিন তেল, ৫’শ কেজি চাল, ৩’শ কেজি চিনি, ১’শ কেজি ডাল।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ক‍্যাম্প-৪ থেকে অবৈধভাবে মজুদ করে রাখা চাল, ডাল, চিনি ও তেল উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে এসব পণ্য মজুদের অপরাধে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পূর্বকোণ/এস/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট