চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২২ | ৬:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা থেকে আমদানি নিষিদ্ধ কোবরা সাপের বিষ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর)। এ সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার সদর থানার ভাটিরটেকের ছমৃত হানিফের ছেলে মো. ইসমাইল প্রকাশ মগা বৈদ্য (৩৫), কুমিল্লা জেলার লাকসাম থানার রায়গোবিন্দুপরের মৃত বজলুর রহমানের ছেলে মো. জয়নাল আবেদীন (৫৫) ও খাগড়াছড়ির দীঘিনালার পূতি চাকমার ছেলে রুপন চাকমা প্রকাশ শ্যামল (৪২)।

শুক্রবার (১৩ মে) বিকাল ৪টায় ডিটি রোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ডিটি রোড় সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় আমদানি নিষিদ্ধ কোবরা সাপের বিষ জব্দ করা হয়। জব্দ এসব বিষের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

তিনি আরও জানান, তারা আমদানি নিষিদ্ধ কোবরা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে আনে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। এছাড়া তাদের কাছ থেকে ঝাড়ফুক, তন্ত্র-মন্ত্র ও বৈদ্যালি বিষয়ক উপকরণ জব্দ করা হয়। যা দিয়ে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট