চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি গ্রন্থাগারের বৈদ্যুতিক বোর্ডে আগুন

চবি সংবাদদাতা

১৪ মে, ২০২২ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের সুইচবোর্ডে হঠাৎ আগুন ধরে গেলে শিক্ষার্থীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সেটি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে করে সুইচবোর্ডটি পুড়ে যায়। তবে এর বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গ্রন্থাগারিক এ কে এম মাহফুজুল হক খোকন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচবোর্ডের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের সহায়তায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে বৈদ্যুতিক সুইচ বোর্ডের কিছু অংশ।

 

পূর্বকোণ/এস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট