চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ফের প্রতারণার শিকার রাউজানের নারী

স্বর্ণের বারের লোভে খোয়ালেন কানের দুল ও মোবাইল ফোন

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৯ জুলাই, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

শখের স্বর্ণের কানের দুল ও স্বামীর দেয়া মোবাইল ফোন সেটের বিনিময়ে লক্ষ টাকার স্বর্ণের বার পেয়ে খুশিতে গদগদ হয়ে স্বর্ণকারের কাছে ছুটে এলেন এক নারী। স্বর্ণকার বারটি যাচাই করে যখনই বললেন এটি পিতলের তৈরি নকল স্বর্ণের বার, তখন নারীর মাথায় পড়ে বাজ!
সম্প্রতি উপজেলার ফকির হাটের ফয়জিয়া মার্কেটস্থ শান্তি গিনি হাউসে এই দৃশ্য দেখা যায়। প্রতারণার শিকার নারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘বিকাল চারটার দিকে উপজেলার নোয়াজিষপুর বাবার বাড়ি হতে সন্তানকে সাথে নিয়ে পৌরসভার দাইয়ের ঘাটা কাজীর বাড়িস্থ শ^শুর বাড়ি যাওয়ার উদ্দেশে গাবগুলাতল এলাকা হতে গহিরা চৌমুহনীগামী সিএনজিচালিত ট্যাক্সিতে ওঠেন। ওই ট্যাক্সিতে পূর্ব হতে আরো তিনজন পুরুষ যাত্রী ছিলেন। গাড়িটি কিছুদূর অগ্রসর হওয়ার পর ওই যাত্রীদের মধ্যে একজন বলে ওঠেন তিনি একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন। সেই ব্যাগের মধ্যে একহাজার টাকার একটি নোট আর এই স্বর্ণের বারটি রয়েছে। যাত্রীদের মধ্যে কেউ চাইলে হাজার বিশেক টাকা দিয়ে বারটি নিয়ে নিতে পারেন। তখন অন্যযাত্রীরা দর কষাকষি করতে থাকেন। একপর্যায়ে লোকটি আমাকে বলেন বারটি কিনে নেয়ার জন্য। তখন আমি বললাম, আমার কাছে তেমন কোন টাকা নেই। তখন তারা আমাকে নানাভাবে মোহিত করে আড়াই আনা ওজনের আমার শখের কানের দুল আর আমার স্বামীর দেওয়া একটি মোবাইলের বিনিময়ে এই বারটি দিয়ে দেয়। লোকটি গহিরা চৌমুহনীর আগে কালাচাঁদ পুলে নেমে পড়েন। আমি গহিরা চৌমুহনী নেমে সরাসরি স্বর্ণের দোকানে গেলে দোকানদার যাচাই করে বলেন, এটি নকল স্বর্ণের বার’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট