২৯ জুলাই, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান থেকে চা পাতা নেয়ার সময় গাড়ি থেকে চা পাতা ছিনিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. মোজাম্মেল (৩০)। বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে। গত শুক্রবার (২৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনায় ৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেছেন গাড়ি চালক রবি সাহা।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, চা পাতার গাড়ি থেকে পাতা নিয়ে নেয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চা পাতার বস্তা উদ্ধার হয়েছে।
কোদালা চা বাগানের ব্যবস্থাপক আবদুল লতিফ বলেন, চা বাগান থেকে কন্ট্রাকটর গাড়ি করে ৫ হাজার কেজি চা পাতা চট্টগ্রাম শহরের ওয়্যার হাউজে নিয়ে যাচ্ছিল। গাড়িটি শিলক এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েকজন যুবক গাড়ির পিছন দিক থেকে উঠে ৫৫ কেজি ওজনের একটি চা পাতার বস্তা নিয়ে যায়।