চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পোর্ট সিটি ইন্টা. ভার্সিটি আইন বিভাগের সেমিনার

২৯ জুলাই, ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে গত ২৮ জুলাই তদন্ত, হেফাজত ও জামিন ফৌজদারি কার্যবিধির সম্পূর্র্ণ পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন কনক বড়–য়া, মহানগর হাকিম, মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা। প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার । সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ছাত্র ছাত্রীদেরকে ফৌজদারি আদালত পরিচালনা ক্ষেত্রে তদন্ত, হেফাজত তথা জেল ও জামিনের প্রায়োগিক বিষয়ে সচেতন করে তোলা এবং আইনের শাসন নিশ্চিত করা। প্রধান বক্তা বলেন, আইনের শাসন নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি যথাযথ প্রয়োগের বিকল্প নেই। বিভাগীয় চেয়ারম্যান এডভোকেট আফরোজা পারভীন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার , শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। সেমিনার উপস্থাপনা করেন আইন বিভাগের প্রভাষক মিশু বড়–য়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট