চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কল্লাকাটা গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ মহেশখালী

নিজস্ব সংবাদদাতা , মহেশখালী

২৮ জুলাই, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

উপজেলার কুতুবজোম ইউনিয়নের চরপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে অভিযানে যায় মহেশখালী থানা পুলিশের একটি টিম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ‘কল্লাকাটা’ এসেছে বলে গুজব ছড়িয়ে পুলিশ সদস্যেদের ওপর হামলা চালায়। গত শুক্রবার রাত ৮টার সময় উপজেলার কুতুবজোমের বটতলা এলাকায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক এএস আইসহ ৫ জন পুলিশ আহত হন। মহেশখালীর এই ঘটনায় এএসআই ফরিদুল উদ্দিন মুন্সি এবং বিশেষ বাহিনীর সদস্য লিটন গুরুতর আহত হন। ঘটনার পর গতকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা যায়। এদিকে কুতুবজোমের একটি শক্তিশালী মানবপাচারকারী সিন্ডিকেটকে পুলিশ দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে। শুক্রবার ওই সময় মানবপাচারকারীদের ধরতে পুলিশ অভিযানে গেলে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং ধারালো দা দিয়ে হামলা চালায়। হামলায় আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়। আহত পুলিশ সদস্যরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানান-হামলাকারী আসামিরা সংখ্যায় বেশি হওয়ায় পুলিশ অসহায় হয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি বা সচেতন মহলের কেউ এগিয়ে আসেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট