চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘প্রতারণা’ ব্যবসায়ী সমিতির তিন জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

প্রতারণাকে ব্যবসা হিসাবে নিয়েছেন ওরা দশজন। নিজেদের মধ্যে তারা রীতিমতো স্ট্যাম্পে চুক্তিপত্রও করেছেন। দশ সদস্যের এ প্রতারণা কমিটিতে একজন সভাপতি, একজন সাধারন সম্পাদক ও একজন ক্যাশিয়ার রয়েছেন। এরমধ্যে সভাপতি মোরশেদুল আলম ইতিমধ্যে মারা গেছেন। সোনার নকলবারসহ প্রতারণা কমিটির সাধারন সম্পাদক ক্যাশিয়ার ও কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছেন নগর গোয়েন্দা পুলিশ। নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন, প্রতারণা কমিটির সাধারন সম্পাদক নোয়াখালির হাতিয়ার আবদুল মোতালেবের ছেলে মো. রাশেদ, ক্যাশিয়ার চকরিয়ার ঢেমুশিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আমির হোসেন ও সদস্য একই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুল গফুর। তাদের কাছ থেকে স্বর্ণের আদলে

তৈরি ১৮টি পিতলের বার, দুটি লেখার ডাইস, পিতল পালিশ, হাতুড়িসহ বিভিন্ন মালামাল ও কাগজপত্র উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, এরা সিএনজি ট্যাক্সিতে সহ-যাত্রী কিংবা নানারকম লেবাস ধারণ করে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিল।“তারা সাধারণ মানুষের গতিপ্রকৃতি খেয়াল করে, তারপর সুযোগ বুঝে স্বর্ণের বার কুড়িয়ে পাওয়ার কথা জানায়। এসময় তাদের কথায় অনেকে প্রলুদ্ধ হয়ে বারগুলো কিনে প্রতারণার ফাঁদে পড়েন।”স্বর্ণের আদলে তারা পিতলের বারগুলো নিজেরাই তৈরি করে মানুষকে ফাঁদে ফেলেন। গোয়েন্দা কর্মকর্তা আসিফ বলেন, “এই চক্রটিকে নিয়ে আমাদের কাছে অভিযোগ ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।”গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় প্রতারণার মামলা করা হয়েছে ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট