চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ত্রাণ বিতরণকালে আবু সুফিয়ান

শেখ হাসিনার সরকার জনগণের কষ্ট লাঘবে সবসময় আন্তরিক

২৮ জুলাই, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ও রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের দু:খ-দুর্দশা লাগবে সব সময় আন্তরিক। সাতকানিয়ায় এ বছর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এজন্য সরকার অন্যান্য উপজেলার চেয়ে সাতকানিয়ায় সর্বোচ্চ ত্রাণ বরাদ্দ দিয়েছেন। বন্যার শুরুতে শুকনো ও রান্না করা খাবার সরবরাহের পাশাপাশি বন্যার্তদের দেয়া হয়েছে চাউল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী। বন্যা পরবর্তী চলছে সড়ক-মহাসড়ক ও ঘরবাড়ি মেরামতের কাজ। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও দলীয় নেতা-কর্মীরাও দুর্ভোগ লাগবে সহায়তা করে চলেছেন।
এছাড়া সমাজের বিত্তবানদেরও বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি গতকাল (শনিবার) বিকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মজনু মিয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, শিক্ষানুরাগী সদস্য সুভাষ চন্দ্র দাশ, সহকারি প্রধান শিক্ষক অমল কান্তি বড়–য়া, রেক্টর শশী ভূষণ বড়–য়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান জনি, ব্যাংকার আজিজুল হক, সাবেক প্যানেল চেয়ারম্যান পলাশ কান্তি সেন, আওয়ামীলীগ নেতা ডা. বিপ্লব পালিত, ডা. শ্যামল কান্তি দাশ, স্বপন কুমার দাশ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট