চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডা. খোরশেদকে হামলাকারীদের ছাত্রত্ব বাতিলসহ গ্রেপ্তার দাবি বিএমএ’র

২৮ জুলাই, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

মদ আনতে এম্বুলেন্স না দেয়ায় চুয়েট মেডিকেল সেন্টার এর কর্তব্যরত চিকিৎসক ডা. খোরশেদ আলমের উপর হামলার প্রতিবাদে গতকাল দুপুর ১টায় বিএমএ চট্টগ্রাম শাখার আহবানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রধান ফটকের সামনে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খানের সভাপতিত্বে ও বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমদ, ডা. জালাল উদ্দীন, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুইঁয়া, ডা. মোহাম্মদ শরীফ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডা. খোরশেদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং অতনু মূখার্জী, প্রেম, রিফাত হাসান, ইফফাত হক নিশান এইসব ছাত্রনামধারী কুলাঙ্গার মাদকাসক্ত সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিলসহ চুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করার জন্য চুয়েট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সভায় নিরবিচ্ছিন্ন সেবা অটুট রাখতে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে নেতৃবৃন্দ আগামী ৭২ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ডা. মনোয়ারুল হক শামীম, ডা. মোহাম্মদ আরিফুল আমিন, ডা. মো. রবিউল করিম, ডা. নুর হোসেন ভূইয়া শাহীন, ডা.এস.এম.মুইজ্জুল আকবর চৌধুরী, ডা. মো.আবুল হোসেন (শাহীন), ডা. প্রণয় কুমার দত্ত, ডা. সত্যজিত রায়, ডা. নুরউদ্দিন জাহেদসহ বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত বিএমএ চিকিৎসকবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট