চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গুজবের সুুযোগে গণপিটুনি ঠেকাতে পতেঙ্গা সচেতন সমাজের সভা

২৮ জুলাই, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

‘গুজবেতে কান নয়, মানবতার হোক জয়’ স্লোগানে গুজবের সুুযোগে গণপিটুনি ঠেকাতে সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকাল ৫টায় কাটগড় বিট পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পতেঙ্গা সচেতন সমাজের উদ্যোগে ও অপরূপ পতেঙ্গা ফেসবুক পেজের সৌজন্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহ সম্পাদক রশিদুল হাসান সাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়–য়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন ৪০নং ওয়ার্ড আ. লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ও আলমগীর মোহাম্মদ সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অপরূপ পতেঙ্গা পেজের এডমিন শেখ জাহেদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন আ. লীগ নেতা নুরুল আলম, মো. সেলিম, ওয়াহিদ মাস্টার, আলী আকবর চৌধুরী, মো. ইদ্রিস, ওয়াহিদ হাসান, শাকিল হারুন, সাদেকুর রহমান, মাঈনুল ইসলাম, এসআই জসিম, বিট পুলিশের এটিএসআই মো. হারুন, মো. হান্নান, মো. জাকির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছেলেধরা গুজবে দেশের বিভিন্ন স্থানে মানসিক প্রতিবন্ধী ও নিরীহ সহজ-সরল মানুষকে হত্যা করা হচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। এই গুজব মহামারী আকার ধারণ করার আগে দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে তা প্রতিহত করতে হবে। সভা শেষে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন থানার ওসি উৎপল বড়ুয়া। পরে এলাকায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট