চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গোলাম আযম প্রতিরোধ আন্দোলনে শহীদদের স্মরণে ঘাদানিক’র সভা

২৮ জুলাই, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

১৯৯৪ সালে নরঘাতক গোলাম আযম প্রতিরোধ আন্দোলনে শহীদদের স্মরণে মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস দমনে নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। গত ২৬ জুলাই নগরীর সুপ্রভাত স্টুডিও হলে সভায় মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি। প্রধান আলোচক ছিলেন কমিটির কেন্দ্রীয় নেতা ও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক, বিএমএ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন, কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সম্প্রীতি বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব খান। জেলা সভাপতি পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাাদক মো. অলিদ চৌধুরী ও হাবিব উল্ল্যা চৌধুরী ভাস্করের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, সাধারণ সম্পাদক প্রফেসর রেখা আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম জাবেদুল আলম সুমন, আবদুল মান্নান শিমুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট