চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লক্ষ্মীছড়ি কলেজ সরকারি হওয়ায় আনন্দ র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীছড়ি

২৮ জুলাই, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র কলেজটি সরকারি হওয়ার খবরে আনন্দ র‌্যালি করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
লক্ষ্মীছড়ি কলেজ প্রাঙ্গণ হতে ২৫ জুলাই আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যম্পাসে গিয়ে শেষ হয়। লক্ষ্মীছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডথুই প্রু মরামা র‌্যালিতে নেতৃত্ব দেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সহকারী সচিব রনি চাকমা স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে লক্ষ্মীছড়ি কলেজটি সরকারি করা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ১০ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজের কার্যক্রম এগিয়ে নিতে বিদায়ী লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মিজানুর রহমান মিজান, বর্তমান জোন কমান্ডার লে. কর্নেল জান্নাতুল ফেরদৌস, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালসহ স্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্নভাবে অবদান রাখেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট