চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আদালতের নির্দেশ অমান্য

ধুনিরপুল এলাকায় ব্যবসায়ীকে উৎখাতের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার ধুনিরপুল এবং সড়কটি কয়েকফুট উচুঁ করার কারণে ওই সড়কের ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। অনেক দোকান মাটি ভরাট করে উঁচু করা না হলে আসন্ন বর্ষায় বিপুল ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। এই সুযোগে দোকান মেরামত এবং মাটি ভরাটের সুযোগ না দিয়ে কিছু দোকানদারকে উৎখাতের চেষ্টা করছে মালিকরা। এনিয়ে আদালতের নির্দেশও তোয়াক্কা করছে না তারা। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ধুনিরপুল কে বি আমান আলী রোডের মেসার্স আবুল কাসেম টিম্বার মার্চেন্টের স্বত্বাধিকারি মো. আবুল কালাম আজাদ পূর্বকোণকে অভিযোগ করে বলেন, ধুনিরপুল এলাকায় তারা পারিবারিকভাবে স্বাধীনতার অনেক আগে থেকেই ব্যবসা করছেন। পিতার উত্তরাধিকার সূত্রে বর্তমানে

তিনি ব্যবসা পরিচালনা করেন। সম্প্রতি ধুনিরপুল এবং সংলগ্ন সড়ক উঁচু করার কারণে তার দোকানে অনেকটা হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয়। আসন্ন বর্ষায় এক দফা বৃষ্টিপাত হলেই তার দোকানে গলা পানি হবে। এই পানি নেমে যাওয়ারও সুযোগ নেই উল্লেখ করে বলেন, তাতে তার সমস্ত কাঠ নষ্ট হয়ে যাবে। তাই দোকান মেরামতের অনুমতি পেতে আদালতের শরনাপন্ন হয়েছেন। মামলা নম্বর ৪/২০১৯ এবং মামলা নম্বর ৫/২০১৯ মূলে আদালতের নির্দেশ পেয়ে তিনি গত মঙ্গলবার তিনি দোকান মেরামতের উদ্যোগ নিলে দোকান মালিক ফরিদুল আলম এবং তার সহযোগিরা তাতে বাধা দেন। কাজ না করার জন্য হুমকি দেন। আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট