চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০১৯ | ৬:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মিয়ানমারের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ শনিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উখিয়ার এক্সটেনশন ক্যাম্প-৪ এ পৌঁছেছেন। এর আগে দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি একইদিন সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেখান থেকে তারা ইনানীর একটি হোটেলে যান। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দুযোর্গ ব্যবস্থাপনাবিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধিদলও রাখাইনে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের সঙ্গে আলোচনা করবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বলেন, দুপুর ১টার দিকে মিয়ানমারের প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প এক্সটেনশন-৪ এ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। বিকেলে আহা সেন্টারের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের উদ্দেশে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করবে ও সন্ধ্যায় রয়েল টিউলিপে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরদিন রবিবার (২৮ জুলাই) সকালে আবারো রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধিদলের। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার প্রতিনিধিদল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তার সঙ্গে মিটিং করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার হতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট