চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বোয়ালখালীতে শোকসভায় মোছলেম

জনসেবকরা সবসময় বেঁচে থাকেন মানুষের অন্তরে

নিজস্ব সংবাদদাতা , বোয়ালখালী

২৭ জুলাই, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, যাঁরা মানুষের জন্য কাজ করেন, জনসেবা করেন, তাঁরা বেঁচে থাকেন মানুষের অন্তরে। জনগণ তাদের ভুলতে পারেন না। আর এ জনসেবার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে রাজনীতি। রাজনীতির মাধ্যমে চরণদ্বীপের তিন কিংবদন্তী মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তিনি বলেন, হাজী চুন্নু মিয়া একটি স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আমি তাতে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি গতকাল (শুক্রবার) চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আ.লীগ আয়োজিত আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম, সাবেক মেম্বার অলি আহম্মদ ও শিক্ষানুরাগী হাজি চুন্নু মিয়া স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি জি এম বাবর চৌধুরী। সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম রাজা, দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আ.লীগ সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোকারম চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা আবদুল কাদের, রিদুয়ানুল হক টিপু, শফিউল আলম তালুকদার, আবুল কালাম মিয়াজি, শফিউল আলম মেম্বার, আবদুল মান্নান রানা, ইকবাল হোসেন তালুকদার, সেকান্দর আলম বাবর, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, আবুল মনসুর, ইসমাঈল খান, মোরশেদ আলম, আবদুল মোনাফ, সোহেল রানা চৌধুরী, খন্দকার আমিনুল ইসলাম, আরশাদুল আলম চৌধুরী, আবু তৈয়ব, মো. জুয়েল, শওকত আকবর প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট