চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের ফ্রি চিকিৎসা সেবা

২৭ জুলাই, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট’র ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় চট্টগ্রামের বিভিন্নস্থানে নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এসব চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও খত্না ক্যাম্পের পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় মানসম্মত ঔষধও বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ির মাইজভা-ার শরীফে একইভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খত্না ক্যাম্প করা হয়েছে। সকাল ১০টা থেকে মাইজভা-ার শরীফের হোসাইনী দাতব্য চিকিৎসালয় ও খতনা সেন্টারে ট্রাস্টটির “দারিদ্র বিমোচন প্রকল্পের” আওতায় আয়োজিত ক্যাম্প থেকে ১০ জন দরিদ্র পরিবারের শিশুকে প্রয়োজনীয় ঔষধ সহ খত্না ও ৩০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদিন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ও মো. জিয়াউল হাসান। চিকিৎসা সেবা প্রদান কালে কেন্দ্র পরিদর্শন করেন দারিদ্র বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, মো. নাছের, আহসান উল্লাহ চৌধুরী, আবদুল হাকিম, আলী হায়দার বাবলু, মো. আলী মাসুদ, মো. আনিস, মোবারক হোসেন, আসিফুল ইসলাম, ওবাইদ জাহাঙ্গীর নাঈম, এন আলী ফাহিম, মো. শাহেদ, মো. জামশেদ, নাফিস, মো. সোহেল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট