চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

নিজস্ব সংবাদদাতা , চন্দনাইশ

২৭ জুলাই, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

সবুজে সবুজে চেয়ে গেছে দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠ। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চন্দনাইশে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। গতকাল ২৬ জুলাই সকালে উদ্বোধন শেষে মেলা ঘুরে ঘুরে দেখেন। টবের গাছে কাঁচা পাখা ফল, ফুল ও অর্কিড ক্যাকটাস নার্সারীর স্টলগুলোকে মনোরম করে তুলেছেন নার্সারী মালিকেরা। বন বিভাগের আকর্ষণীয় মডেলে পাহাড়, জনপদ, ঝুম, লেক, মৎস্য চাষ, বিভিন্ন বাগান, কেবল কার, বন্যপ্রাণী, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর বাঁশ চাষ পদ্ধতি ও নির্মাণ কৌশল মডেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফলদ প্রদর্শনী ইত্যাদি মেলায় আগত দর্শক ও ক্রেতাদের মুগ্ধ করেছে। চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ১০টির অধিক স্টল স্থান পায়। বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, সহকারী বন সংরক্ষক (দক্ষিণ বনবিভাগ) শওকত ইমরান আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার। আলোচনায় অংশ নেন দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষকলীগ নেতা মাস্টার হুমায়ুন কবির, নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন, আ.লীগ নেতা আবদুস শুক্কুর, যুবলীগ নেতা লোকমান হাকিম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট