চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চিটাগাং ক্লাবে গ্র্যান্ড মিউজিক্যাল ইভিনিং

মাতিয়ে গেলেন বলিউডের শিল্পী রাজ বর্মন ও সোমছন্দা

২৭ জুলাই, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে সম্পন্ন হলো বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান গ্রান্ড মিউজিক্যাল ইভিনিং। গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) রাতে বাদ্যযন্ত্রের তাল ও সুরের মূর্চ্ছনায় শত শত দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন বলিউডের জনপ্রিয় দুই সংগীত তারকা রাজ বর্মন ও সোমছন্দা ভট্টাচার্য। সেই সাথে উপস্থিত দর্শক শ্রোতাদের জন্য বাড়তি বিনোদনে যোগ হয় দেশের প্রখ্যাত কৌতুক অভিনেতা কাজলের কৌতুক উপস্থাপনা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে মঞ্চে আসেন সোমছন্দা ভট্টাচার্য। তাঁর সুরেলা ক›েঠ তোমায় হৃদ মাঝারে রাখবো– ছেড়ে যাবো না — । মিলন হবে কত দিনে/আমার মনের মানুষেরই সনে ইত্যাদি জনপ্রিয় বাংলা গানগুলো ছাড়াও বেশ কিছু হিন্দি গান পরিবেশনের পর ১০টায় মঞ্চে উঠেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শিল্পী রাজ বর্মন। তিনি দু’দীল মিল রাহে–, তেরে নাআম –.জীনে দেনা জীনে দেনা —. তো জী মীলা রাবতা ইত্যাদি জনপ্রিয় গানগুলো ছাড়াও ডজনের অধিক বাংলা ও হিন্দি বলিউডের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন সুরেলা কণ্ঠে । ক্লাব লনে রাত ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সূচনায় প্রধান অতিথি চিটাগাং ক্লাব’র চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী বলেন, সংস্কৃতি চর্চা মানবতাবোধ জাগরণে বিশেষ ভূমিকা রাখে। তিনি ক্লাব নির্বাহী কমিটির এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করার জন্য যারা পৃষ্ঠপোষকতাসহ সার্বিক সহযোগিতা ও বিশেষ ভূমিকা রেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান । ক্লাব নির্বাহী কমিটির মেম্বার এবং বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাস সাগর, ক্লাব নির্বাহী কমিটি মেম্বার যথাক্রমে এস এম শফিউল আজম, সালাউদ্দিন আহমেদ, সুলতানুল আবেদীন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মো. রফিকুল ইসলাম মিয়া বাবুল, ডা. অলক নন্দী, জাহিদ সুলতান টিপু এবং বিনোদন সাব কমিটির কনভেনার আমানউল্লাহ আল সগির ছুট্টু প্রমুখ সহ সর্বস্তরের ক্লাব মেম্বারগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট