চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পিটুনি ও উস্কানি দেয়ায় গ্রেপ্তার ১

কাজের খোঁজে এসে ছেলেধরা সন্দেহে শ্রমিককে পিটুনি পটিয়ায়

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

২৭ জুলাই, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে পিটুনি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শ্রমিকের নাম আজমীর শেখ (৩০)। তিনি খুলনা জেলার গোলাম মোস্তফার পুত্র। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছার কারণে ওই যুবক প্রাণে রক্ষা পেয়েছে। ছেলে ধরা সন্দেহ করে যুবককে পিটুনি ও উস্কানি দেওয়ার দায়ে দিদারুল আলম সুমন (৩০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সে পৌর সদরের সবজারপাড়া এলাকার মুন্সি মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, দিনমজুর আজমীর শেখ খুলনা জেলা থেকে কাজের সন্ধানে পটিয়ায় এসেছিল। গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা সন্নিকটের ৫নং ওয়ার্ডের সবজার পাড়া এলাকার মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকার কিছু যুবক ছেলে ধরা বলে অপপ্রচার চালান। ওই সময় বেশ কিছু যুবক জড়ো হয়ে ছেলে ধরা, ছেলে ধরা বলে চিৎকার শুরু করলে দিনমজুর আজমীর শেখ গণপিটুনির শিকার হন। খবর পেয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনসহ একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে গেলে প্রাণে রক্ষা পান।
পটিয়া থানার উপ-পরিদর্শক ও থানার সেকেন্ড অফিসার নাদিম মাহমুদ জানিয়েছেন, ছেলে ধরা সন্দেহে যুবককে বেধড়ক পিটুনির দায়ে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ছেলে ধরার নামে অপপ্রচার, পিটুনি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট