চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৪১ ওয়ার্ডে মাইকযোগে প্রচার কার্যক্রম উদ্বোধন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তার

২৭ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব জামালখান এলাকায় গত বৃহস্পতিবার নগরীর ৪১ টি ওয়ার্ডে মাইকযোগে প্রচার কার্যক্রম উদ্বোধন করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ইনচার্জ ডা. তৌহিদুল আনোয়ার খান, মেডিকেল অফিসার ডা. জুয়েল মহাজন, ভ্যাকসিনেশোন ইনচার্জ মো. আবু ছালেহ, সংশিষ্ট ইপিআই জোনের দায়িত্বপ্রাপ্ত ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকবৃন্দ। প্রচার উদ্বোধনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেঙ্গু ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত নগরী গড়ে তোলার আহবান জানান। উক্ত রোগসমূহের লক্ষণ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত নিকটস্থ হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার আহবান জানান। এছাড়া তিনি আরও বলেন, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের দিক-নির্দেশনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী নগরীর ৪১টি ওয়ার্ডে মাইকযোগে এই প্রচার কার্যক্রম চলবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট