চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্মরণসভায় প্যানেল মেয়র

হাসনী ইদ্রিস মিয়া ছিলেন অনগ্রসর জনপদের মুক্তির দিশারী

২৭ জুলাই, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, ইদ্রিচ মিয়া ছিলেন অনগ্রসর মাদারবাড়ি ওয়ার্ডের মুক্তির দিশারী। তার হাত ধরে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে বহু উন্নয়ন সাধিত হয়েছিল। তিনি ছিলেন সাদা মনের পরোপকারী একজন মানুষ। তাঁর শূন্যতা বর্তমানে অপূরণীয়। তিনি গত ২৪ জুলাই বিকাল ৫ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মো.ইদ্রিচ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর সুপ্রভাত স্টুডিও হলে নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড পশ্চিম মাদারবাড়ি কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ ডা. আব্দুল করিম, নগর জাতীয় পার্টির সহ-সভাপতি ওসমান খান, কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি বাবুল আহমেদ, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক দিদার আশরাফী। বক্তব্য রাখেন নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, নগর ছাত্র সমাজের সভাপতি আমিনুল ইসলাম আমিন, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, ইপিজেড থানা জাপা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, কোতোয়ালী থানার সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, নগর সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক হাজি আলী আকবর, নগর পল্লীবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. ফয়সাল, নগর ছাত্র সমাজ নেতা ফারুখুল ইসলাম, ওসামা বিন আলী, মো. মহিউদ্দিন, আরফাতুর মনির, জাহেদ হাসান, সায়েদ, মো. টিপু, নাঈমুল করিম, জাপা নেতা মো. শাহজাহান, সাজ্জাদ হোসেন, আবু সিদ্দিক, আব্দুল আওয়াল ফয়সাল, শওকত ওসমান, মেজবাহ উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট