চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সামাজিক নিরাপত্তা ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম

২৭ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রামের উদ্যোগে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত ভাতা ভোগীদের ডিজিটাল উপায়ে ভাতা প্রদানের নিমিত্তে গত ২৫ জুলাই মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টারে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অফিসার যোবায়ের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাছনী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩২ নম্বর আন্দরকিল্লা ৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন ও সমাজসেবক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদফতর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল ভাতা ডিজিটাল উপায়ে সরাসরি ভাতা ভোগীর হাতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে। এখন থেকে ভাতা গ্রহণে ভাতা ভোগীদের আর কষ্ট করতে হবে না। অনুষ্ঠানে প্রায় ২০০ ভাতা ভোগী উপস্থিত হন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট