চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মে দিবসের আলোচনায় বক্তাগণ

শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মাধ্যমে মে দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন। দিবসের আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের উন্নয়নের নেপথ্য কারিগর এদেশের শ্রমজীবী মানুষ। তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে
শিক্ষা উপমন্ত্রী ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেছেন, ঘাট ও গুদাম শ্রমিকদের নির্দিষ্ট কাঠামো অনুযায়ী তাদের মজুরি যেমন নিশ্চিত নয়, তেমনিভাবে আবাসন চিকিৎসা সেবা ও পোষ্যদের শিক্ষা সেবা থেকে বঞ্চিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চিহ্নিত মহল ঘাট ও গুদাম শ্রমিকদের উপর নিপীড়ন হামলা ও বহুমুখী নির্যাতন চালাচ্ছে। তাদেরকে আমরা চিনি। অবশ্যই তাদের কালো হাত গুড়িয়ে দেয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ বলেন, আমি কথা দিচ্ছি মালিকদের কাছে লবণ ও ঘাট শ্রমিকদের যে বকেয়া বেতনগুলো আছে তা অবশ্যই ঈদুল ফিতরের আগেই আপনাদের হাতে তুলে দেয়া হবে। তিনি আরো বলেন, কোন সরকারি জায়গায় লবণ ও ঘাট গুদাম শ্রমিকদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের চিন্তা ভাবনা এখন অনেক দূর এগিয়ে গেছে। ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম

ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঘাট কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী, ওয়ার্ড কাউন্সিলর মোজাহেরুল ইসলাম চৌধুরী, মো. হোসেন, হাজি মো. হোসেন, লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন মাস্টার, মঞ্জুরুল আলম, সুমন মাঝি, ছোট্টু মাঝি, সেলিম মাঝি, মন্নান মাঝি, হাসান মাঝি, হোসেন মাঝি, মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
উত্তর জেল শ্রমিক লীগ ঃ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা সংগঠনের সভাপতি এস.এম শফিউল আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামীমের পরিচালনায় দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে গত ১ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, উত্তর জেলা শ্রমিক লীগের আওতাধীন ৭টি উপজেলায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে শ্রমিক মালিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব। মহান মে দিবস শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দিন। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজদৌল্লা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, সদস্য শাহ্ নেওয়াজ চৌধুরী। বক্তব্য রাখেন উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবু লাইছ, শাহ নেওয়াজ চৌধুরী মানিক, বাসন্তী প্রভা পালিত, তানভীর হোসেন তপু, রেজাউল করিম, অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন, অধ্যক্ষ আবুল কাশেম, আবুল বশর মিয়াজী, নাছির উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, উত্তম শর্মা, ত্রিদীপ বড়–য়া প্রমুখ।
সিটি মেয়র ঃ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। শ্রমিক-মালিক ঐক্য গড়ি,উন্নয়নের শপথ করিমহান মে দিবসে এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম, বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন টাইগারপাস, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন ওয়াসার মোড় এবং চসিক সিবিএ পৃথক পৃথক সমাবেশের আয়োজন করে। সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যে কোন অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ। শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বস্তুতপক্ষে শ্রমিক-মালিক সুসম্পর্ক ছাড়া উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো সহজ উপায় নেই।
বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম:- মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের প্রতিনিধি আলী হাসান,বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফর আলী, বাংলাদেশ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দীন খান, সাবেক চসিক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর জলিল উদ্দিন ইকবাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এম এ সাত্তার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন চৌধুরী ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বেগম নাসরিন রহমান এবং কলকারখানা উপ-মহাপরিদর্শক মো. আল আমিন, শিল্প সম্পর্কিত উপ-পরিচালক মো. মহব্বত হোসাইন, বিজিএমই এ এর প্রাক্তন পরিচালক মহিউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম বিভাগের উপ-পরিচালক মোকশেদুল আলম।
বিভাগীয় শ্রমিক দল : নসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ.এম নাজিম উদ্দিন বলেছেন, দেশে বর্তমানে জনগণের সরকার না থাকায় শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক অধিকার ফিরে পেতে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মালিক শ্রমিকের মাঝে বৈষম্য থাকলে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে মে দিবস মূল্যহীন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শ.ম.জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, উপদেষ্টা শামসুল আলম। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক শাহেদ বক্স, হকার্স বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, মো. ইদ্রিস আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমদ, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি কামাল পাশা, মহানগর মহিলা শ্রমিক দলের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী মিনু, রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম.আর মনজু, নজরুল ইসলাম সরকার, বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক শফিকুর রহমান মজুমদার, শাহেদা বেগম, আসাদুর রহমান টিপু প্রমুখ।
টিইউসি : চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত মহান মে দিবসের সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ওপর যে নিপীড়ন চলছে তা বন্ধ না হলে দেশ অচল হয়ে পড়বে। গত ১ মে সকাল ১০ টায় পলোগ্রাউন্ড মেলা কমিউনিটি সেন্টারে সংগঠনের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, সহ-সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক নেতা অলি আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, নুুরুচ্ছাফা ভূঁইয়া, বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম ও সাবেক সভাপতি রাজা মিয়া, আহমদ নূর, সাদেক আহমদ চৌধুরী, মো. আবু তাহের, পূর্ণ দাশ, রাশেদুল ইসলাম প্রমুখ।
রেল শ্রমিক লীগ: মে দিবস উপলক্ষ্যে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। সংগঠনের কার্যকরী সভাপতি শামসুদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. সিরাজ উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন, রেল শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সুজন, শেখ জামাল আহমদ, নাজিম উদ্দিন আজমল, আব্দুল করিম, গাজী শাহজাহান, গাজী তাহের উদ্দিন, আবুল খায়ের, ফজলুল করিম মামুন প্রমুখ।
হোটেল শ্রমিক ইউনিয়ন ঃ মহান মে দিবসের এক সভা বিকেল ৪ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। আসন্ন রমজান মাসের অজুহাতে হোটেল-রেস্টুরেন্টসমূহ বন্ধ রাখার নামে শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবিতে শ্রমিক নেতা মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা ও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ। আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহমদ নূর, আবদুল হান্নান, আলী আহাম্মদ, মো. শাহজাহান, মো. সুজন মিয়া এবং সভা পরিচালনা করেন মো, মোস্তফা কামাল।
আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন : সংগঠনের উদ্যোগে দিনব্যাপী লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়নের সভাপতি হাজী রুহুল আমিনের সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক ছাইদুল হক মাষ্টার ও দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম।
জাতীয় শ্রমিক পার্টি ঃ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে হালিশহর এক্সেস রোড সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শ্রমিক পার্টির বিভাগীয় সভাপতি এম.এ সাত্তার বলেন, পাটকল, সুতা কল শ্রমিকদের মজুরি বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিক সহ সকল পেশার শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করণ এবং গার্মেন্টস শ্রমিকদের পদবী বিন্যাস করে গ্রেড ওয়ারি বেতন কাঠামো নির্ধারণ ও ওটি ভাতাসহ সংশ্লিষ্ট সকল সুবিধা প্রদানে আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, মো. ফারুক, মঈনুদ্দিন, মো. শাহজাহান, ছিদ্দিকুর রহমান, সুরাইয়া, আব্দুর রহিম, বাবুল, মো: ইসমাইল প্রমুখ।
টিইউসি: চট্টগ্রাম জেলা কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, সুসজ্জিত লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন টি ইউ সি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস ছবুর, টি ইউ সি’র যুগ্ম সম্পাদক মো. ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, সুকান্ত দত্ত, মো. আবদুর রহিম, মো. হানিফ, বাদল মুন্ডা, মো. জাহাঙ্গীর আলম, আবু তাহের, কর্মি বড়–য়া প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট