চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক ট্রাক থেকে দুই কোটি টাকার হেরোইন-গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০১৯ | ৯:১৯ অপরাহ্ণ

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি মিনি ট্রাক থেকে দুই কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে এক কেজি হেরোইন ও ৪০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার জিরো পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তার দুজন হলেন—মো. মফিজ (৩০) ও মো. শাফায়েত হোসেন (১৯)। র‌্যাব সূত্র জানায়, কুমিল্লা থেকে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফেনীর দাগনভূঞার দিকে যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‌্যাব সদস্যরা দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে একটি তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় একটি মিনি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে থামাতে সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক কেজি হেরোইন ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় দুজনকে আটক ও মিনি ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত হেরোইন ও গাঁজার মূল্য ধরা হয়েছে প্রায় দুই কোটি ৪ লাখ টাকা বলে র‌্যাব সূত্রে জানা যায় ।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট