চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নাফ নদী থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

২৬ জুলাই, ২০১৯ | ৩:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় সন্দেহভাজন একটি কাঠের নৌকা তল্লাশি করেছে কোস্টগার্ড। তল্লাশি করে এই বোটের একাধিক বন্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

শুক্রবার (২৬ জুলাই) নাফ নদীতে একটি বোট থেকে  এই ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. হায়াত ইবনে সিদ্দিক। তিনি জানান, সকালে নাফ নদে অভিযানে যায় বাহিনীটি। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজন একটি কাঠের বোটকে ধাওয়া করা হলে নৌকাটি কিছুদূর গিয়ে উল্টে যায়। নৌকার আরোহী জঙ্গলে পালিয়ে যায়। ভাসমান ওই নৌকাটি তল্লাশি করে একাধিক বস্তা থেকে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট