চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সবচেয়ে বেশি আবেদন ইংরেজিতে

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

এইচএসসি পুনঃনিরীক্ষণ
১৬ হাজার শিক্ষার্থীর
৫৪ হাজার আবেদন

চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। তারা মোট ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। এবার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে আগামী ১০ আগস্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান দৈনিক পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে পুন:নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী এইচএসসির ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে। ইংরেজি ১ম পত্রে ৭ হাজার ১৬৬টি এবং ইংরেজি ২য় পত্রে ৫ হাজার ৮৪৯টি আবেদন জমা পড়েছে। এছাড়া, বাংলা ১ম পত্রে ৩ হাজার ৪৮৭টি, বাংলা ২য় পত্রে ৩ হাজার ১০০টি, আইসিটিতে ৪ হাজার ৩১৪টি, পদার্থ ১ম পত্রে ৩ হাজার ৩১০টি, পদার্থ ২য় পত্রে ২ হাজার ৮৪০টি, রসায়ন ১ম পত্রে ২ হাজার ৯১৪টি, রসায়ন ২য় পত্রে ২ হাজার ৫৩২টি, জীববিজ্ঞান ১ম পত্রে ২ হাজার ৬১৫টি, জীববিজ্ঞান ২য় পত্রে ২ হাজার ২০৭টি, হিসাববিজ্ঞান ১ম পত্রে ১ হাজার ২০৭টি, হিসাববিজ্ঞান ২য় পত্রে ৮৭২টি, গণিত ১ম পত্রে ১ হাজার ৮০১টি এবং গণিত ২য় পত্রে ১ হাজার ৫৩০টি আবেদন জমা পড়েছে।
মাহবুব হাসান জানান, ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে অথবা আশানুরূপ ফলাফল পায়নি, তারাই মূলত শিক্ষাবোর্ডে নির্ধারিত সময়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ১০ আগস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট