চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রসপেক্টস অব ইলেকট্রিক ভেহিক্যালস সেমিনার চুয়েটে

২৬ জুলাই, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর আয়োজনে ‘প্রসপেক্টস অব ইলেকট্রিক ভেহিক্যালস ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইইটি’র পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অনুপ বারই। তৌফিকুল আলম ও জুয়েল শিকদারের যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইটি’র গবেষণা সহকারী অধ্যাপক ড. সৈয়দ আবু নাহিয়ান। এতে আইইটি’র ¯œাতকোত্তর পর্বের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে র‌্যাংকিং পদ্ধতি চালু করতে যাচ্ছে। সে লক্ষ্যে চুয়েট প্রশাসন সম্প্রতি গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে ৫টি অনুষদের অধীনে সেরা গবেষণাকর্ম বাছাই করে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করেছে। চুয়েট ভিসি আরো বলেন, চুয়েটে স্থাপিত রিনিউয়েবল এনার্জি ল্যাব দেশের অন্যতম আধুনিক ল্যাবরেটরি। ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি ইতোমধ্যে গবেষণা ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। পরে ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ¯œাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট