চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাহিত্যে হুমায়ুন আহমেদ শীর্ষক আলোচনা সভা

২৬ জুলাই, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা শতাব্দীর কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম, জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ‘সাহিত্যে হুমায়ুন আহমেদ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী। সহ- সাংগঠনিক সম্পাদক আফসান হোসেন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা সলিল আচার্য্য, আন্না ভট্টাচার্য্য, সুষ্মিতা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন সত্তর দশকের এই সময় থেকে শুরু করে মৃত্যু অবধি হুমায়ন আহম্মদ ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। তাঁর গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার লেখা বাংলাদেশের যুবক শ্রেণিকে দারুণভাবে উদ্বেলিত করেছে। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট