চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ইউপি উপ-নির্বাচনে এনামুল বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৫ জুলাই, ২০১৯ | ১১:৩৪ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উপ-নির্বাচন আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ২হাজার ৫শত ৩১জন। এতে ভোটাধিকার প্রয়োগ করেন ১হাজার ৩শত ৪৯জন ভোটার যা মোট ভোটারের ৫৩.৩০ শতাংশ।

নির্বাচনে তালা প্রতীক নিয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক সজীব। তার প্রাপ্ত ভোট ৭০৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকে মরহুম ইউপি সদস্য মো. মুজিবুর রহমানের স্ত্রী নাজমা আকতার ঝর্ণা। তার মোট প্রাপ্ত ভোট ৫৫১। নির্বাচনের অপর প্রার্থী আবদুল মান্নান টিউব ওয়েল প্রতীকে পেয়েছেন ৮২ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সারোয়াতলী ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট প্রদানের কার্যক্রম চলে। এতে এনামুল হক সজিব ৭০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ১১এপ্রিল ইউপি সদস্য মো. মুজিবুর রহমানের মৃত্যুতে ওই পদটি শুন্য হলে উপজেলা নির্বাচন অফিসার তফসিলের ঘোষণা দেন।

পূর্বকোণ/সেকান্দর-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট