চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিবির সন্দেহে চবিতে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ

শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেছে চবি ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হলে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সিক্সটি নাইন গ্রুপের এক কর্মী বলেন, মারধরের শিকার ওই শিক্ষার্থী শিবির কর্মী। ক্যাম্পাসে শিবির কর্মীদের শনাক্তের তালিকায় তার নাম রয়েছে। আজ দুপুরে শাহাজালাল হলের সামনে তাকে তল্লাশি করে তার মোবাইলে শিবিরের কিছু ম্যাসেজ ও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র বলেন, শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ছেলেটি যে শিবির কর্মী তার স্বপক্ষে কিছু প্রমাণ দেখায় ছাত্রলীগ কর্মীরা। পরে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়। আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি।

মারধরের শিকার ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরে বিকেল ৪ টা ১০ মিনিটে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে মেডিকেলে পাঠানো হয়।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট