চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানতে পরিত্যক্ত ৬৪টি স্বর্ণের বার উদ্ধার

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ৭:৩১ অপরাহ্ণ

ফ্লাইট থেকে যাত্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি গাড়িতে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ডায়েরির মতো দেখতে একটি কাপড়ের ব্যাগে স্বর্ণগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে  টার্মিনাল থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে স্বর্ণের বারগুলো জব্দ করে।

জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট