চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিআইইউর ওরিয়েন্টেশনে উপাচার্য

জাতির স্বপ্ন পূরণে কার্যকর শিক্ষার বিকল্প নেই

৩ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী মননশীলতা, নিরলস জ্ঞান চর্চা ও নেতৃত্বদানের উপযোগী শিক্ষাব্যবস্থার উপর গুরুত্বারোপ করে বলেছেন, জাতির স্বপ্ন বাস্তবায়নে উচ্চশিক্ষার বারান্দায় পা রাখা মেধাবী শিক্ষার্থীদের যুগোপযুগী শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বিশ^বিদ্যালয় জীবন হচ্ছে মুক্ত আকাশে ডানা মেলে ওড়ার আনন্দ। এখানে জ্ঞান সঞ্চারণ, নতুন জ্ঞানের উদ্ভাবন ও উদ্ভাবিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের জামাল খানস্থ সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০১৯ সালের সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
এ সময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-ঊর্ধ্বতন কর্মকর্তা-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য শিক্ষার্থীদের লাইব্রেরিতে ডুবে থাকার পরামর্শ দিয়ে বলেন, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করার সুযোগটা কখনই হাতছাড়া করা উচিত নয়। সবার আগে জ্ঞান অর্জনের ধাপটাকে অধিক গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে স্কুলগুলোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন ও বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ। অনুষ্ঠানে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের কাছে প্রশাসনিক কাজের নানা ধরণ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ফিন্যান্স এন্ড একাউন্টস শাখার ভারপ্রাপ্ত পরিচালক সালমা বেগম (এফসিএ), সহকারী লাইব্রেরিয়ান সাকিনা সুলতানা প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট