চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম কলেজিয়েটস’৭৮ সম্মিলনের যাত্রা শুরু

৩ মে, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজিয়েটস ১৯৭৮ সম্মিলনের যাত্রা শুরু হয়েছে। গত ১ মে এলক্ষে এক সভা রয়েল হাসপাতালের ছাদ বাগানে অনুষ্ঠিত হয়। শিল্প উদ্যোক্তা কাজী আদনান আহমেদ মিঠুর সভাপতিত্বে ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা দেওয়ান মাবুদ আহমেদ ও শামসুদ্দিন বাদলের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নাসিমুল গণি। বৈঠকে শিপিং কর্মকর্তা মাশরুর আলমের প্রস্তাবনায় ও বীমাবিদ নুরুস ছোবহানসহ সকলের সম্মতিক্রমে সংগঠনের নাম স্থির হয় চট্টগ্রাম কলেজিয়েটস ১৯৭৮ সম্মিলন।
বক্তব্য রাখেন কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চট্টগ্রাম ওয়াসার চিফ একাউন্টস অফিসার জাকির হোসেন ভূইয়া, ট্রেড ইউনিয়ন নেতা গাজী আয়ুব, ব্যবসায়ী মনজুর রহমান, কামাল উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী হারুন, মো. নাসিরউদ্দিন, আনোয়ার পাহলভী, ব্যবসায়ী খায়রুল আনাম, আজাদ হোসেন, আজম খান, শরফুল আলম ও মো. মহিউদ্দিন। অনুষ্ঠানশেষে সাংবাদিক এসএম শোয়েব খান রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করে শুনান। আগামী ১৪ জুন ঈদ পুনর্মিলনীর সিদ্ধান্ত নেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট