চট্টগ্রাম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ এর বার্ষিক সভা অনুষ্ঠিত

৩ মে, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি. এর ৯ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি এনসিসিবি সিকিউরিটিজ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এনসিসিবি সিকিউরিটিজ এর চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডার পরিচালক নূরুন নেওয়াজ সেলিম, এনসিসিবি সিকিউরিটিজ এর নমিনী পরিচালকবৃন্দ ইয়াকুব আলী মন্টু, মো. আবুল বাশার, এস.এম. আবু মহসীন ও খায়রুল আলম চাকলাদারসহ ব্যাংকের পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও কে এ এম হারুন উপস্থিত ছিলেন।
এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ ও এনসিসিবি সিকিউরিটিজ এর প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এবং ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ উপস্থিত ছিলেন।
সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের এনসিসি ব্যাংক সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি. নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট