চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গুজব ছড়ালে মামলা : সিএমপি

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

ছেলেধরা বা বাচ্চা চুরির গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ। গতকাল বুধবার দুপরে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, কেউ যদি ছেলেধরা গুজব ছড়ায় এবং তা বিশ্বাস করে কেউ যদি কোনো ব্যক্তিকে আহত করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আহত ব্যক্তি মারা গেলে দায়ের হবে হত্যা মামলা। গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সিএমপি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। এছাড়া গত কয়েক দিনে নগরীর দুইটি ঘটনায় একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। এ ঘটনাগুলোকে কেন্দ্র করে দুইটি মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সন্দেহজনক কিছু দেখলে

বা কেউ গুজব ছড়ালে পুলিশকে জানাতে সাধারণ জনগণকে অনুরোধ করেন শ্যামল কুমার নাথ। সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এম এম মেহেদী হাসান, উপ-কমিশনার (বন্দর) হামিদুল আলম, উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ, উপ-কমিশনার (ডিবি-উত্তর) মিজানুর রহমান, উপ-কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন হোসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট