চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আরকান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনে সিটি মেয়র

উন্নয়ন কাজের কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে

পরিকল্পনা মাফিক হচ্ছে না চট্টগ্রামের উন্নয়ন : এমপি বাদল

২৫ জুলাই, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

বহুল প্রতিক্ষিত আরকান সড়ক উন্নয়ন কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বুধবার দুপুরে আরকান সড়ক ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি চত্বরে এই সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মাঈনুদ্দীন খান বাদল। সিটি মেয়র বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের প্রকৃত উন্নয়ন আসবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়তে বাধ্য। বহিবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে অনুকরণীয় পর্যায়ে নিয়ে যেতে এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সিটি মেয়র বলেন, বর্তমানে এই নগরের ৭০লক্ষ লোক বসবাস করে থাকে। ৬০ বর্গমাইলের এই শহরের এত লোকের ধারণ ক্ষমতা নেই। অপরিকল্পিত নগরায়নে দেখা দিচ্ছে নিত্যনতুন সমস্যা। এই সমস্যা সমাধানে নগর সেবায় নিয়োজিত সেবা সংস্থা সমূহকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান সিটি মেয়রের। ডেঙ্গু রোগ প্রতিরোধে চসিকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মেয়র বলেন, সচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞাপন প্রচার, লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। এছাড়াও চসিকের ডাক্তারদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কোথাও কোনো ছেলেধরা নেই। কিছু গোষ্ঠী

দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গুজব ছড়িয়েছে। যার কোনো ভিত্তি নেই। মেয়র কালুরঘাট ব্রিজ যত দ্রুত সম্ভব নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি সাংসদ মাঈনুদ্দীন খান বাদল বলেন, এ সড়ক হওয়ার ফলে ২ থেকে ৫ লাখ লোকের উপকার হবে। তারা এতদিন মেয়র আর আমার বাপ মা ধরে গালি দিতেন, তারা এইবার যেন দোয়া করেন। চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা মাফিক হচ্ছে না বলে উল্লেখ করে সাংসদ বাদল বলেন, অপরিকল্পিত ফ্লাইওভারের ফলে উপরে পানি নিচেও পানি জমে যাচ্ছে। এ ধরনের অবস্থা আমি কোথায়ও দেখিনি। তবে এ সড়কের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারদের বাড়ি ঘর চিনে রাখার কথা বলেন তিনি। যদি কাজে গাফিলতি থাকে তাহলে তাদের বাসায় গিয়ে এর জবাব চাইবো। তবে ২০১২ সালের পর চারবার কালুরঘাট সেতুটির জরিপ করা হলেও এর কোনো গতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এ সাংসদ। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চা›ঁদগাও ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সাইফু। বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর মোহাম্মদ আযম ও চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন বীর মঞ্চ’র সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চসিক কাউন্সিলর কফিল উদ্দিন খান, শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, সাবেক কমিশনার নুরুল ইসলাম, রাজনীতিক নোমান আল মাহমুদ, জাফর আলম, মোহাম্মদ ইসা এবং চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম,আবু সালেহ, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিক ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ মিজবাহ প্রমুখ। পরে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও সাংসদ মাঈনুদ্দীন খান বাদল বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ফলক উম্মোচন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট