চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্দরে জব্দ আমদানি নিষিদ্ধ ফিশ ফিড

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

আমদানি নিষিদ্ধ উপকরণ থাকায় তিন আমদানিকারকের ৮৫ টিইইউ’স ফিশ ফিড আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। গতকাল বুধবার কাস্টম হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান চট্টগ্রাম কাস্টম কমিশনার মো. ফখরুল আলম। তিনি বলেন, আমদানি নিষিদ্ধ উপকরণ থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আয়েশা কর্পোরেশনের ৪০ ফুট দীর্ঘ ২৫ কনটেইনার (৫০ টিইইউ’স), মানিকগঞ্জের স্পেক্ট্রা ফিডস লিমিটেডের ২০ ফুট দীর্ঘ (১০ টিইইউ’স) ১০ কনটেইনার ও ঢাকার মগবাজারের প্রমিক এগ্রো এন্ড ফিড প্রোডাক্টস লিমিটেডের ২৫

কনটেইনার ফিশ ফিড রয়েছে। ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে তিন প্রতিষ্ঠানে ১ হাজার ৪০৯ টন পণ্য এসেছে। এর মধ্যে কিছু কনটেইনার খালাসও নিয়েছে সংশ্লিষ্টরা। তবে পণ্যগুলো বিক্রি বা হস্তান্তর না করার জন্য চিঠি দিয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
আটক করা চালানের আমদানিকারকদের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে কারণ দর্শানো নোটিশ জারি করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট