চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

’শিক্ষার্থীরা কিভাবে যাতায়াত করে তা দেখতেই শাটলে এসেছি’

চবি শাটলকে আধুনিকায়ন করার আশ্বাস রেলমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, চবি

২৫ জুলাই, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনকে ফ্রি ওয়াইফাই সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। গতকাল বুধবার (২৪ জুলাই) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এক সভায় এ কথা বলেন। তিনি বলেন, চবি শিক্ষার্থীরা শাটল ট্রেনে কিভাবে যাতায়াত করে সেটা অনুভব করতে নিজের ইচ্ছায় শাটলে করে এসেছি। বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের রেল লাইন ও ঝুঁকিপূর্ণ সেতু আগামী ৩ মাসের মধ্যে সংস্কার করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে দুই পাশে প্লাটফর্ম করার চেষ্টা করবো। শাটলের উন্নয়নে যা যা করার প্রয়োজন তা করার চেষ্টা থাকবে। তিনি আরো বলেন, কারো কোন গাফিলতি সহ্য করা হবে না। গাফিলতি দেখলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে যে শাটল ট্রেন চলছে সেটা চলবে। আগামী জুনের মধ্যে নতুন ২০০ কোচ রেল বহরে যুক্ত হবে। সেখান থেকে চবি শিক্ষার্থীদের জন্য একটি নতুন কোচ সংযোজন করা হবে। এ সময় রেলমন্ত্রী বলেন, রেল কর্মকর্তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রেল সেবাকে আরো আধুনিকায়ন করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে। আমি তার নির্দেশনায় আধুনিক রেল সেবা পৌঁছে দিতে চেষ্টা করবো। এর আগে দুপুর ২টায় চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছেড়ে আসা শাটল ট্রেনের বিশেষ বগিতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। চবির দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার বিশ্ববিদ্যালয় স্টেশনে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপাচার্যের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ও রেল লাইন সংস্কার করা,বিশ্ববিদ্যালয় স্টেশনে ডাবল প্লাটফর্ম করা,বগিবৃদ্ধি করা সহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট