চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

নারীর ক্ষমতায়নে দেশ ভারত পাকিস্তান থেকেও এগিয়ে

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

২৫ জুলাই, ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পার্শ¦বর্তী দেশ ভারত ও পাকিস্তান থেকেও এগিয়ে। এয়ারফোর্সের পাইলটসহ সব জায়গাতেই নারীরা স্থান করে নিয়েছে। কিন্তু তাদের প্রথমে এ জায়গায় আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।
সাতকানিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ২২ জুলাই তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে কলেজের আইসিটি ল্যাবকে আধুনিকায়নের ঘোষণা দেন। এছাড়া কলেজে দ্রুত সময়ের মধ্যে ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি কলেজে নতুন করে ৬টি বিষয়ে অনার্স চালু ও শিক্ষক সংকট দূর করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার কথাও জানান তিনি। সাতকানিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী। কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নুরুল আবসার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুব উদ্দীন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট