চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলার বিভিন্ন স্থানে সভায় বক্তারা

উষ্ণায়ন কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই

মফস্বল ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ১:০৪ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম চলছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বৃক্ষ যোগায় প্রাণশক্তি। বিশ্বের উষ্ণায়ন কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
হাটহাজারী ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়ে গত ২১ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কদর। এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ হেলাল, কাজী শওকত আকবর, মোহাম্মদ আবু তাহের, ঝুমা খানম, জিয়া আমানত, মোরশেদ হায়াত নয়ন, সোহরাব হোসেন মোড়ল, চৌধুরী মোহাম্মদ জসীম, সাইফুল আলম, সেবিকা মুখার্জী, শওকতের রহমান, শফিউল আজম, আর. কে মুহুরী, আতিকুল ইসলাম, দিদারুল ইসলাম প্রমুখ। সভা শেষে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
জংগল রাউজান প্রাথমিক বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু সেবা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং ক্যাম্প, বৃক্ষের চারা বিতরণ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লিও ক্লাব অফ চিটাগাং এভারগ্রিনের ব্যবস্থাপনায় ও রাউজান ব্লাড ব্যাংকের সহযোগিতায় ২২ জুলাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ। সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী। সাদ্দাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম। বক্তব্য রাখেন রাউজান ব্লাড ব্যাংকের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
ইসলামী ছাত্রসেনা পটিয়া সরকারি কলেজ শাখা: সংগঠনের উদ্যোগে গত ২০ জুলাই দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক রিদওয়ান সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, রবিউল ইসলাম আরমান, সাজ্জাদ হোসাইন, ইমরান হোসাইন, জুনাইদুল ইসলাম, আরিফ হোসেন সবুজ, হাবিবুর রহমান, কাইছার নাহিদ, তানভীর নবী ফাহিম, শওকত ওসমান, আল সামিউন প্রমুখ। কর্মসূচিতে ওষুধি, ফলজ চারাগাছ কলেজ ক্যাম্পাসের খালি জায়গায় রোপণ ও কলেজের সাধারণ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়।
আকবরিয়া স্কুল এন্ড কলেজ: হাটহাজারীস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে গত সোমবার সকালে বৃক্ষচারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল মনসুর, স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য ইউছুপ, ইকবাল হোসেন বাবুল, সাবেক সদস্য নাজিম উদ্দীন মিয়াজি, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সহকারী অধ্যক্ষ যমুনা পারভীন, শর্মিষ্ঠা মজুমদার, সিনিয়র প্রভাষক এসএস রাশেদ, মোহাম্মদ সেলিম উল্লাহ, শামশুল আলম তালুকদার, হাশেম উদ্দিন, মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী, স্কুলের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা আলী আক্কাস শাহ্, মহিউদ্দিন, তানভীর শাহ্ প্রমুখ।
সুচিয়া আর. কে. উচ্চ বিদ্যালয়: চন্দনাইশ থানার সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে গত ২২ জুলাই বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান ফারুক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন বড়–য়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস, । শুভেচ্ছা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুর গতিপথ পরিবর্তন লক্ষণীয়। তাই প্রকৃতির উপর আঘাত আসে এমন কাজ থেকে বিরত থাকা এবং প্রকৃতির পরিচর্যা করার উদাত্ত আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকম-লী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট