চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৈয়দা সারোয়ার জাহান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা সারোয়ার জাহানকে গত রবিবার সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন। চট্ট্রগ্রামের ভেজালবিরোধী অভিযানের সাহসী ম্যাজিষ্ট্রেট হিসেবে পরিচিত ছিলেন সৈয়দা সারোয়ার জাহান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিষ্ট্রেট থাকাকালীন তিনি খাদ্য ভেজালবিরোধী অসংখ্য সাহসী অভিযান পরিচালনা করে জনগণের ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। এর আগে তিনি সিডিএ’র ম্যাজিষ্ট্রেট থাকাকালীন অবৈধ দখলদার থেকে সরকারের বহু সম্পত্তি উদ্ধার করেন। জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন কালে বহুমুখী কার্যক্রম গ্রহণ করে সরকারের উন্নয়নকে জনগণের দোর গোড়ায় পৌঁছানোর জন্য তিনি নিরন্তর কাজ করেছেন। বেকার যুব মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। অবৈধভাবে দখলকৃত জেলা পরিষদের বহু সম্পত্তি উদ্ধার করে তিনি বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জেলা পরিষদের আয় বহুলাংশে বৃদ্ধি করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট