চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণপিটুনি থেকে অজ্ঞাতনামা নারীকে বাঁচালো পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

২৪ জুলাই, ২০১৯ | ১০:১৯ অপরাহ্ণ

বান্দরবানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হতে পারে এমন আশঙ্কায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ আলীকদম উপজেলার ফুটের ঝিরি এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে। ওই নারীটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহ হয়। উদ্ধার হওয়া ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ফুটের ঝিরি এলাকায় এক অজ্ঞাত পরিচয় নারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে গেলে স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহ হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হতে পারে এমন আশঙ্কায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রসঙ্গত, এর আগে দেধের বিভিন্ন স্থানে চলা ছেলেধরা গুজবের ধারাবাহিকতায় চলতি বছরের ২১ জুলাই বান্দরবানের হাফেজঘোনায় ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এর আগে ১৯ জুলাই বালাঘাটার লেমুঝিরি আগাপাড়া এলাকায় এক রোহিঙ্গা নারীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর থেকে নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
পূর্বকোণ/মিনার-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট