চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ | ১১:৩৪ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নাগরিকসহ দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) ভোরে উপজেলার হ্নীলার নাফ নদীসংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘ই ব্লক’র মোহাম্মদ ইসলামের ছেলে মো. কামাল ও হোয়াইক্যং নয়াপাড়ার আবুল শামার ছেলে হাবিবুর রহমান। বিজিবির দাবি, নিহত কামাল ও হাবিবুর মাদক বিক্রেতা।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বিজিবির একটি দল উপজেলার হ্নীলার নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় কয়েকজন বিজিবি সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট